Bogtui Massacre Case: তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল

 Bogtui Massacre Case: তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল

Bogtui Massacre
সোনা সেখের এই বাড়িতেই আগুন লাগানো হয়।


ভাদু শেখ খুনের সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য দেখা দিয়েছে। ভিডিওতে দেখা ষাচ্ছে, ভাদু শেখ রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছেন। সে সময় একটি বাইকে করে হঠাৎ চার দুষ্কৃতী সেখানে হাজির হয়। চলন্ত বাইক থেকে একজন ভাদু শেখকে (Bhadu Sekh) লক্ষ্য করে বোমা ছোড়ে।  এরপর ভাদু মাটিয়ে লুটিয়ে পড়েন। এখানেই শেষ নয়। একজন দুষ্কৃতী গুলি ছোড়ে। এরপর আরও কয়েকটি বোমা পড়ে সেখানে। এরপর তারা পালিয়ে যায়।

২১ মার্চ রাতে সাড়ে আটটায় রামপুরহাটের বগটুই মোড়ে এই ঘটনা ঘটে। রামপুরহাট ১ নং ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে এরপর নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ভাদু শেখকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিস।

সেই ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এরপর বগুটুই (Bogtui Massacre) গ্রামে হিংসার আগুন জ্বলে ওঠে। ভাদুকে খুনের অভিযোগে সোনা শেখের বাড়িতে আগুন লাগানো হয়। জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান ৭ জন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ